ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে তিন উপজেলার ১০ ইউনিয়নের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়। তফসিল অনুযায়ী এসব এসব ইউনিয়নে ১১ জুলাই ভোট হবে।
পটুয়াখালী সদর উপজেলার দুটি ইউনিয়ন কমলাপুরে মো. শফিকুল ইসলাম ও ভুরিয়ায় রুবেল আহম্মেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ময়মনসিংহ সদর উপজেলার ৬ টি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন সিরতা ইউনিয়নে মো. আবু সাঈদ, চর ঈশ্বরদিয়ায় রেজা এ মোহাম্মদ জিয়াউল হাসান, চর নিলক্ষীয়া মো. তোফাজ্জল হোসেন, খাগডহরে মো. মাহমুদুল হক কামরুল, দাপুনিয়া ইউনিয়নে মো. হুমায়ুন হাসান ও ভাবখালীতে মো. আব্দুছ ছাত্তার।
এছাড়া লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তারমধ্যে চর কালকিনিতে মো. রফিকুল ইসলাম চৌধুরী ও সাহেবের হাট ইউনিয়নে আবু বকর ছিদ্দিক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন