বরিশাল নগরীর আমানতগঞ্জে রিক্সা চালক আব্দুস সালাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে দাড়িয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত সালামের স্ত্রী ও মামলার বাদী লিপি বেগম, সালামের শিশু কন্যা নদী, শিশু আকাশ, মুন্নী বেগম, সালামের ফুফু সেলিনা বেগম ও স্থানীয় সমাজ সেবক মো. আলম।
বক্তারা রিক্সা চালক সালাম হত্যার সুষ্ঠু বিচার পেতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, গত ৭ জুন সকালে আমানতগঞ্জ সরকারি মুরগীর ফার্ম সংলগ্ন পুকুর পাড় থেকে রিক্সা চালক সালামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন শনিবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এর একদিন পর এজাহারভূক্ত আসামি মেহেদী খান রাব্বীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে র্যাব-৮।
বিডি প্রতিদিন/ফারজানা