বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা-মা ও দুই চাচীকে মারধর করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেফতারকৃত বখাটে আশিক ও তার বাবা আলতাফ মোল্লা এবং আনিচ মোল্লা ও আরিফ মোল্লাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আহতরা হলেন ওই ছাত্রীর বাবা জাকির বেপারী ও মা শাপলা বেগম এবং চাচী পারুল বেগম ও বেবী বেগম। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, ওই উপজেলার সুজনকাঠী গ্রামের জাকির হোসেন বেপারীর মেয়ে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো বখাটে আশিক।
সম্প্রতি আশিক জোরপূর্বক ওই ছাত্রীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। শারমিন বিষয়টি তার পরিবারকে জানালে গত সোমবার বিকেলে তার বাবা ও মা আশিককে ছবি তোলার কারণ জিজ্ঞাসা করেন। এতে ক্ষুব্ধ হয়ে আশিক তাদের মারধর করে। মারধরে বাঁধা দিতে গেলে শারমিনের দুই চাচীকেও মারধর করে আশিক ও তার সহযোগীরা।
এ ঘটনায় শারমিনের চাচা আজিজ মোল্লা গত সোমবার রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে আশিক ও তার পিতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার