১৭ জুন, ২০১৯ ২১:১৪

দ্রুত বিএনবিসি কোড বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বিএনবিসি কোড বাস্তবায়নের দাবি

দ্রুততম সময়ের মধ্যে বিএনবিসি-২০১৭ কোড বাস্তবায়নের দাবি জানানো হয়েছেন। বিএনবিসি-২০১৭ কোড বাস্তবায়িত হলে দেশে বড় ধরণের আর কোন ক্ষতি হবে না। এই কোড বাস্তবায়ন হলে বনানীর এফআর টাওয়ারের মতো আর কোন অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটবে না।

আজ সোমবার (১৭ জুন) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে আইইবি’র সেমিনার কক্ষে 'Seismic Design by ASCE 7-05 (The Basis of Seismic Design By BNBC-2017)' শীর্ষক সেমিনারে বক্তারা এসব দাবি জানান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস.কে ঘোষ এসোসিয়েশন অব আইসিসি (ইন্টারনেশনাল কোড কাউন্সিল) প্রেসিডেন্ট এস.কে ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রাকিব আহসান এবং Eric Mousset, Team leader Package S-7 of URP: RAJUK, RTI International। 

অনুষ্ঠানে আইইবি’র পুরকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি’র পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. হাবিবুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ দেশ। ঢাকা শহরসহ সারা দেশে বিভিন্ন ধরণের বিল্ডিং তৈরি হচ্ছে। সকল এলাকার বিল্ডিংকে ভূমিকম্পের ঝূঁকি হতে নিরাপদ রাখতে ডিজাইনের সময়ই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারগণকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। আইইবি ইতিমধ্যেই সকল পৌরসভা, সিটি কর্পোরেশনে আইইবি’র পক্ষে প্রকৌশলীদের রাখার প্রস্তাব করেছে। যারা সাবাই বিএনবিসি'র সিসমিক ডিজাইন অনুসরণ করে বিল্ডং ডিজাইন অনুমোদন দিবে। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও আইইবি প্রত্যাশা করে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর