২৬ জুন, ২০১৯ ১৩:৪৮

এবার কাউন্সিলকে স্বাগত জানিয়ে নয়াপল্টনে ছাত্রদলের অবস্থান

অনলাইন ডেস্ক

এবার কাউন্সিলকে স্বাগত জানিয়ে নয়াপল্টনে ছাত্রদলের অবস্থান

সংগৃহীত ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকদিন ধরে চলা উত্তেজনা শেষে আজ বুধবার ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা এবার আসন্ন কাউন্সিলকে স্বাগত জানিয়ে অবস্থান নিয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ওমর ফারুকের নেতৃত্বে দলের নেতাকর্মীরা অবস্থান নেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা ১৫ জুলাই অনুষ্ঠিতব্য কাউন্সিলকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্লোগানে বিএনপি কার্যালয়ের আশপাশ মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। কাউন্সিল সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এর আগে, ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাউন্সিল বাতিলের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়ায় কিছুটা চাপ নিয়ে কাউন্সিলের পক্ষের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে আজ তাদের চাপে পড়তে হয়নি। অনেকটা স্বাচ্ছন্দ্যেই কাউন্সিলের পক্ষের নেতাকর্মীরা কাউন্সিলকে স্বাগত জানিয়ে অবস্থান নেন। পরে তারা দলীয় কার্যালয়ের ভেতরে চলে যায়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর