মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল ইসলাম (১৯)।
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর মুগদা এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল শরীয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে। তিনি দক্ষিণ মুগদা এলাকার ওয়াপদা গলিতে তার বড় ভাই মিজানুরের সঙ্গে থেকে রামপুরার একটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন।
নিহতের মামা দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, রাতে ছয় তলার ছাদে মোবাইল ফোনে কথা বলছিলেন আশরাফুল। কথা বলার একপর্যায়ে হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম