বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
এমপির সামনে উপজেলা ও ইউপি চেয়ারম্যানের হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীর পবা উপজেলা পরিষদে স্থানীয় এমপির সামনে উপজেলা ও ইউপি চেয়ারম্যানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় জুতা-স্যান্ডেল নিক্ষেপের ঘটনাও ঘটে। বুধবার দুপুর আড়াইটার দিকে পবা উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ভাইস-চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক ইউপি চেয়ারম্যান জানান, পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলু স্থানীয় এমপি আয়েন উদ্দিনকে বিভিন্নভাবে গালাগালি করে- এমন অভিযোগ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভুলু ওই রুম থেকে বের হতে গেলে উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান পিছন থেকে তাকে ধরে কিল-ঘুষি মারেন। এ সময় ভুলুও ঘুরে উঠে মনসুরকেও কিল-ঘুষি মারেন। তাদের মধ্যে এই হাতাহাতির এক পর্যায়ে ওই কক্ষে উপস্থিত অন্যরা তাদের ধরে ফেলেন। পরে ভুলু সেখান থেকে বের হয়ে চলে যায়।
পবা উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল বারী ভুলু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার এমপির সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়।
পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলু বলেন, ‘আমি পাশের রুমে বসে অন্য চেয়ারম্যানদের সঙ্গে গল্প করছিলাম। এ সময় এমপি ডাকছে বলে একজন পিয়ন আমাকে ডেকে নিয়ে যায়। রুমে ঢোকার পর এমপি আয়েন উদ্দিন (রাজশাহী-৩ পবা-মোহনপুর আসন) তাকে গালাগালি করি বলে আমাকে ধমক দেয়। আমি বিষয়টি অস্বীকার করে রুম থেকে বের হওয়ার সময় উপজেলা চেয়ারম্যান মনসুর পিছন থেকে আমার উপর হামলা ও মারধর শুরু করে। সে আমাকে ৩-৪ ঘুষি মারে আমিও তাকে দুই ঘুষি মেরে দিয়েছি।’
হাতাহাতির বিষয়টি অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান মনসুর বলেন, ‘গালাগালি করা নিয়ে এমপি আয়েন উদ্দিন ও ইউপি চেয়ারম্যার সাইফুল বারী ভুলুর মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে সেখানে উত্তেজনা সৃষ্ট হয়। এর বেশি কিছু ঘটেনি।’
এমপি আয়েন উদ্দিন বলেন, ''ইউপি চেয়ারম্যার ভুলুকে আমি ডেকে নিয়ে জিজ্ঞেস করি- আপনার বয়স হয়েছে। আপনি আমাকে কেন গালাগালি করেন। তবে তিনি আমাকে গালাগালি করার কথা অস্বীকার করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, আমাকেও গালাগালি করে ভুলু। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও উভয়ের মধ্যে উত্তেজনা হয়। তবে হাতাহাতির মত কোন ঘটনা সেখানে ঘটেনি।''
এই বিভাগের আরও খবর