রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে তানিয়া ইশরাত নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে তিনি বুধবার সন্ধ্যায় নিজেদের বাসায় আগুনে দগ্ধ হয়ে সিএমএইচে ভর্তি তিনি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কী কারণে দুদক পরিচালকের স্ত্রী দগ্ধ হয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন