২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫৬

খুলনায় ভারতীয় স্বাস্থ্যসেবা তথ্য কেন্দ্র চালু, ভিডিও কনফারেন্সে চিকিৎসা গ্রহণের সুবিধা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ভারতীয় স্বাস্থ্যসেবা তথ্য কেন্দ্র চালু, ভিডিও কনফারেন্সে চিকিৎসা গ্রহণের সুবিধা

খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে অসংখ্য মানুষ চিকিৎসা সেবা নিতে ভারতে যায়। কিন্তু রোগী নিয়ে যাতায়াত ও দালালের খপ্পরে পড়ে অনেককে ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে পূর্ব ভারতের কলকাতা ও ভুবনেশ্বরে অবস্থিত সকল হাসপাতালের চিকিৎসা সম্পর্কিত তথ্য জানাতে খুলনায় চালু হয়েছে স্বাস্থ্যসেবা তথ্য কেন্দ্র। 

নগরীর আহসান আহমেদ রোডে লাইফ ডায়াগনস্টিক সেন্টারে তথ্য কেন্দ্রের মাধ্যমে ভারতে না গিয়েও ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসাগ্রহণের সুযোগ রয়েছে।

গত দু’দিনে খুলনায় স্বাস্থ্যবিষয়ক সেমিনারে ভারতের আমরি হাসপাতাল ও খুলনা ক্লাবের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 

খুলনা ক্লাবের সভাপতি কাজী আরিফুদ্দিন আহমেদ বলেন, চুক্তির আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ভারতের স্বাস্থ্যসেবা সম্পর্কে তথ্য সরবরাহ ও চিকিৎসায় বিশেষ ছাড় দেওয়া হবে। এতে ভারতের আমরি হাসপাতালের পরিচালক রূপক বড়ুয়া, ব্যবস্থাপক নির্ঝর ঘোষ ও খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর