২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৫

রংপুর-৩ উপ-নিবার্চন: অবশেষে সাদের পক্ষে মাঠে আওয়ামী লীগ

রংপুর প্রতিনিধি

রংপুর-৩ উপ-নিবার্চন: অবশেষে সাদের পক্ষে মাঠে আওয়ামী লীগ

সাদ এরশাদ (ফাইল ছবি)

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছে মহানগর আওয়ামী লীগ। শনিবার থেকে সাদের পক্ষে মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে রংপুর নগরীর বুড়িরহাট রোডে শিরিন পার্ক ও কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের রুদ্ধদ্বার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাদ এরশাদ, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, মহানগর আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অনেকে।

সভা সূত্র জানায়, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু দলের হাই-কমান্ডের নির্দেশে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। পরে মহানগর আওয়ামী লীগ মহাজোট প্রার্থী সাদকে সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণার সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে জেলা জাপার যুগ্ম-সম্পাদক শাফিয়ার বলেন, ‘উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও জাপা একসঙ্গে কাজ করবে।’ জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতা সাদ এরশাদের সমর্থনে সরাসরি নির্বাচনি প্রচারণায় অংশ নেয়।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ‘সাদ এরশাদের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। শনিবার কয়েকজন দ্বিতীয় সারির নেতা সাদের পক্ষে মাঠে নেমেছে।  মূলত প্রয়াত এরশাদের প্রতি সম্মান দেখিয়ে দলের হাই-কমান্ডের নির্দেশে আমাদের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।’

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর