কর্পোরেট নারীদের অংশগ্রহণে ‘সাহসী পথযাত্রা’ শীর্ষক এক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হবে। ব্রান্ডিং ফার্ম ‘এক্সিলেন্স বাংলাদেশ’ আয়োজিত এই সেমিনার কর্পোরেট ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা তাদের সাফল্যের গল্প তুলে ধরবেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠানের প্রধান বেনজির আবরার বলেন, বর্তমানে সমাজের সর্বক্ষেত্রে নারীদের জয়যাত্রা চলছে। জররথ চলছে কর্পোরেটে নারী সিইও, সিএমও এবং হেড অফ এইচআরদেরও। আমরা এরমধ্যে বেশ কয়েকজন সফল নারীকে নিয়ে তাদের সংগ্রামের গল্প তারুণ্যকে জানাতে এ পরিকল্পনা করেছি। এবার এটার প্রথম সিজন চলছে, পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে।
এ আয়োজনের পার্টনার হিসেবে রয়েছে ফ্যাশন ব্রান্ড ‘ফারাহ'স ওয়ার্ল্ড’, বিএসডিআই এবং ওয়ার্কসফেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। সহযোগিতায় রয়েছে ফ্যাশন ব্রান্ড ফিয়েরো ও এ্যাসিস্ট ম্যানেজম্যান্ট কনসাল্টিং। আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফ্যাশন ব্রান্ড ফিয়েরোর ফাউন্ডার ও সিইও সৈয়দ ইয়াসির আলম, এ্যাসিস্ট ম্যানেজম্যান্ট কনসাল্টিং এর সিইও এবং ফিয়েরোর কো-ফাউন্ডার কায়সার হামিদ।
আয়োজনটিতে অতিথি হিসেবে আসছেন :
ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম (উই) এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, রেডিও ঢোল এর সিইও সিলভিয়া পারভীন লেনী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর আমেনা হাসান, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিস সদস্য রুমানা হক রিতা, এইচআর প্রফেশনালস আলেয়া পারভীন লীনা, বেস্টসেলার এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আকলিমা ইয়াসমিন, ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজার ( রিক্রুটমেন্ট) তানিয়া জাহিদ, স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা
লায়লা নাজনীন, দি বিজনেস স্টান্ডার্ড এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফারহানা রহমান উর্মী, বি পজেটিভ কমিউনিকেশনস এর ফাউন্ডার সেহেলী আজিজ মৌ।
উল্লেখ্য, প্রথমবারের মত হতে যাওয়া আয়োজনটির ভেন্যু সহযোগীতায় আছে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট। শুক্রবার সকাল নয়টা ৩০ মি. থেকে দুপুর একটা পর্যন্ত আয়োজনটিতে অংশ নেওয়ার পদ্ধতি এক্সিলেন্স বাংলাদেশের ফেসবুক পেইজে দেয়া আছে।
বিডি-প্রতিদিন/শফিক