৩ দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন নগরীর ঐহিত্যবাহী অক্সফোর্ড মিশন গীর্জা এবং কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।
শনিবার সকাল সোয়া ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের অক্সফোর্ড মিশন গীর্জা পরির্দশন করেন তিনি। এ সময় গীর্জার ফাদার ও সিস্টার এবং বৃটিশ বাংলাদেশী নাগরিক মানবসেবী লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সাথে পৃথক মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার।
পরে তিনি কবি জীবননান্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শন করেন। সেখানে বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম তাকে স্বাগত জানান। হাইকমিশনার এ সময় পাঠাগার ঘুরে দেখেন। তবে সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি তিনি।
বিকেলে বরিশাল সিটি করপোরেশনে মেয়রের সাথে মতবিনিময় এবং সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার। রাতে নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলের বলরুমে ভারতীয় হাইকমিশনারের সৌজন্যে সংবর্ধনা এবং নৈশভোজের আয়োজন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
সফরের তৃতীয় দিন রবিবার সকাল ৯টায় ঝালকাঠীর ভিমরুলীর ভাসমান পেয়ারা বাজার এবং দুপুর ১টায় পটুয়াখালীর পায়রা সমূদ্র বন্দর পরিদর্শন করবেন তিনি। ওই দিনই সন্ধ্যা ৭টায় বরিশাল সিটি মেয়রের বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাত শেষে ভারতীয় হাইকমিশনারের লঞ্চযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
তার স্বামী প্রশান্ত কুমার দাস এবং খুলনায় নিযুক্ত সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না তার সফর সঙ্গী রয়েছেন।
এর আগে ৩ দিনের সফরে গত শুক্রবার বিকেলে বরিশাল আসেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। তার সফর উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/হিমেল