রাজধানীর কামরাঙ্গীরচর থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন কাজী ওমর ফারুক ও মো. আনিছুর রহমান ওরফে বাবুল মিয়া।
গত শুক্রবার ঝাউলাহাটি খন্দন গলি রোডের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ২৪টি সিম কার্ড, টেলিফোন নির্দেশিকা ও ১১টি ফোন ডায়রেক্টরী বই উদ্ধার করা হয়।
ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এসি আশরাফউল্লাহ জানান, গত ৭-৮ বছর ধরে তারা দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত ৬ মাসে তারা হাতিয়ে নিয়েছে ৪৬ লাখ টাকা। গত এক মাসে একটা সিমে ১ লাখ ১০ হাজার টাকা তারা ক্যাশ আউট করছে। ধরা পড়ার সময় এমন সিম ছিল চারটি। ফারুক আগে মুন্সীগঞ্জের একটি কেজি স্কুলের শিক্ষক ছিল। কিছুদিন বিকাশের এজেন্টও ছিল। এরপর সে প্রতারণায় জড়িয়ে পড়ে।
গ্রেফতারকৃত ফারুক নিজেকে কখনো দুদক পরিচালক, কখনওবা উপ-পরিচালক হিসেবে পরিচয় দিত। সে টার্গেটকৃত ব্যক্তিকে ফোন দিয়ে বলতো আপনার নামে একটি অভিযোগ এসেছে। আমরা সেটি তদন্ত করছি। আপনার বিরুদ্ধে তদন্তে কিছু ভুল-ক্রুটি পাওয়া গেছে। পরে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া গ্রেফতার বাবুলের সঙ্গে কথা বলতে বলা হয়। বাবুল তখন টার্গেটকৃত ব্যক্তি বলে তদন্তে পাওয়া ভুল-ক্রুটি পাওয়ায় আপনার বিরুদ্ধে মামলা হবে।
টার্গেটকৃত ব্যক্তি মামলা না করে অভিযোগ সমাধানের প্রস্তাব দিলে তারা বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। এভাবে তারা ব্যাংক কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, কলেজ শিক্ষক, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অংকের হাতিয়ে নিতো। গ্রেফতার এ দু'জনের বিরুদ্ধে আইসিটি আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে (মামলা নম্বর-২০)। এই চক্রে আরও ৫/৬জন রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ