রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের দায়ের হওয়া মামলায় অনলাইনভিত্তিক ক্যাসিনোর মূল গডফাদার হলো সেলিম প্রধান সেলিম প্রধানসহ তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় গত ৯ অক্টোবর তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির (পরিদর্শক) শহিদুল ইসলাম খান। এরপর রিমান্ড শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন একই আদালত।
মামলার অন্য আসামিরা হলেন রোমান ও আখতারুজ্জামান। এর আগে গত ৩ অক্টোবর মাদক মামলায় তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে গত ৮ অক্টোবর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব।
বিডি প্রতিদিন/ফারজানা