বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহিতা। আজ সরকারের কোন স্থরে জবাবদিহিতা নেই। জনগণের কাছে বর্তমান বিরোধী দলেরও কোন আস্থা-বিশ্বাস নেই। এখন প্রশাসনের লাগামহীন ঘোড়া সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসন এমপি-মন্ত্রীর কথাও শুনছে না।
রবিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক জনসভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে চুক্তি, বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিশাল মহানগর ও জেলা বিএনপি এ জনসভার আয়োজন করা হয়।
সমাবেশকে কেন্দ্র করে ওই এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
জনসমাবেশে সরোয়ার আরও বলেন, কেউ ব্যাংক লুট করছে, কেউ ক্যাসিনো চালাচ্ছে, কেউ নয়ন বন্ড হচ্ছে, কেউ নুসরাত হত্যা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোন কিছুর বিচার হয় না।
সরকারের শুদ্ধি অভিযানকে অশুভ অভিযান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাজনীতি থেকে আদর্শ-নৈতিকতা হারিয়ে গেছে। দেশে ন্যায় বিচার নেই। সরকার স্বাধীনতার মূল মন্ত্র মানছে না। সরকার দেশ বিকিয়ে মসনদে টিকে থাকার চেষ্টা চালাচ্ছে। বুয়েট ছাত্র আবরার কোন রাজনীতি করতেন না। তার মতো মেধাবী ছাত্র হত্যার ঘটনায় দেশের মানুষ জেগে উঠেছে। দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করছে। তিনি অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবি করেন।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও তিনি একটি মামলায় গত শনিবার রাতে ঢাকায় গ্রেফতার হওয়ায় প্রধান অতিথি ছাড়াই এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলা সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, উত্তর জেলা সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, আবুল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/মাহবুব