জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম রিমান্ড আবেদন নাকচ করে ১০ হাজার টাকা বেইল বন্ডে পরবর্তী তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে দুপুরে হাফিজের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) নূরে আলম। অপরদিকে, হাফিজের পক্ষের অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী তার রিমান্ড নামঞ্জুর এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।
বিএনপি নেতা হাফিজকে শনিবার রাতে এই মামলায় রাজধানীর পল্লবী থানায় গ্রেফতার দেখানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার