সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারির একটি পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি। কিন্তু সাড়া শব্দ না পেয়ে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে নামলেও তিনিও আর উঠতে পারেননি। পরে কারখানার অন্য শ্রমিকরা দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব