রাজধানীর কাকরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী মাসুদা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সঙ্গে থাকা ১০ বছর বয়সী ছেলে মাহিন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রমনা থানায় মামলা করেছেন।
রবিবার ভোরে গ্রামের বাড়ি বরিশাল থেকে ঢাকায় আসেন মাসুদা আক্তার ও ছেলে মাহিন। সদরঘাট থেকে রাজধানীর মধুবাগের বাসায় রিকশা করে ফিরছিলেন তারা। রিকশাটি কাকরাইল মোড়ে এলে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয় রিকশাটিকে।
ঘটনাস্থলেই মারা যান মাসুদা আক্তার। আর তার ছেলেকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে।
এই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রমনা থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, দ্রুতই আটক করা হবে ঘাতক চালককে।
বিডি প্রতিদিন/আরাফাত