১৩ অক্টোবর, ২০১৯ ২০:৩১

রিমান্ড শেষে কারাগারে খালেদ

আদালত প্রতিবেদক

রিমান্ড শেষে কারাগারে খালেদ

খালেদ মাহমুদ ভূঁইয়া (ফাইল ছবি)

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। 

এর আগে মানিলন্ডারিং এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড শেষে আসামি খালেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। 

গত ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেফতার করে র‌্যাব। পরে গুলশান ও মতিঝিল থানায় খালেদের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়। গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা এবং মতিঝিল থানায় মাদক আইনের আরেকটি মামলা করা হয়। পরে গত ১৯ সেপ্টেম্বর খালেদকে  অস্ত্র আইনের মামলায় চার দিন এবং মাদক মামলায় তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। ২৭ সেপ্টেম্বর অস্ত্র এবং মাদক মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৭ অক্টোবর মানিলন্ডারিং আইনের মামলায় চার দিন এবং মতিঝিল থানার মাদক মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর