শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সাংবাদিক পীর হাবিবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অনলাইন ভার্সন

অন্য ব্যক্তির নাচের ভিডিও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহীর সাংবাদিকরা।
‘রাজশাহী সাংবাদিক সমাজ’ এর ব্যানারে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর আলুপট্টি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন অর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বর্তমান সভাপতি কাজী শাহেদ, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আরইউজের সদস্য রফিকুল ইসলাম, জিয়াউল গণি সেলিম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নুর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের একজন প্রথিতযশা সাংবাদিক। অপশক্তির বিরুদ্ধে তিনি কলাম লেখেন। এ কারণেই একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশবরেণ্য এই সাংবাদিকের চরিত্র হরণে একটি অশুভ শক্তি অন্য এক ব্যক্তির ভিডিও তার নামে ফেসবুক, ইউটিউবে ছড়াচ্ছে। ছড়িয়ে দিয়ে অপপ্রচার করছে। সাংবাদিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে পীর হাবিবুর রহমানের নামে যারা এই ভিডিও ছড়াচ্ছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।
বক্তারা আরও বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও একদল অপশক্তি মাথাচাড়া দিয়েছে। তারা বালুদস্যুতা, ভূমি দখল, টেন্ডারবাজি করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলে সাংবাদিকদের নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। এসব অপশক্তির বিরুদ্ধেও সকলকে একযোগে প্রতিবাদের জন্য আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ‘গত তিন বছরের মধ্যে রাজশাহীর চারজন সাংবাদিককে নিয়ে একজন নেতার ইন্ধনে অপপ্রচার করা হয়েছে। এই নেতার নানা অপকর্মের তথ্য তুলে ধরার পর তিনি তার বাহিনী দিয়ে বিভিন্ন সাংবাদিকদের হয়রানিরও চেষ্টা করছেন। তবে রাজশাহীর সাংবাদিকরা এসব নিয়ে বিচলিত নয়। তারা অন্যায়রে প্রতিবাদ করে যেতে চান একসঙ্গে।’
আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, আরইউজে সদস্য তৈয়বুর রহমান, আবদুস সাত্তার ডলার, মাইনুল হাসান জনি, রিমন রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা/কালাম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর