রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা দুজনেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি করেছে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় এরা জড়িত। এরা জেএমবি সদস্য।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ