রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় সোমবার সকালে ভবন থেকে পড়ে রাজু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মর্গে পাঠায়।
নিহত রাজু জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বালুরচড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মুগদার মানিকনগর এলাকায় থাকতেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার