বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার শহর
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো তাণ্ডব, ২৫ জনের মৃত্যু
- ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস
- পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ
- হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি আরবের
- ‘তাণ্ডব’-এ শাকিব খানের রাফ লুক, রহস্যে ঘেরা নতুন পোস্টার
- বাংলাদেশ এড়িয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিল ভারত
- ইমনের ব্যাটে শতরান, পেসে ছিন্নভিন্ন আমিরাত
- মেরাদিয়ায় হাট বসাতে দেওয়া হবে না
- ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
- কোরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের সম্রাট
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
- বৃষ্টিতে প্লে-অফ স্বপ্ন ভেসে গেল কলকাতার
- আইসিসিবিতে শিক্ষামেলায় ব্যাপক সাড়া
- গাজায় গণহত্যার প্রতিবাদ: সিনেট থেকে হাতকড়া পরিয়ে বের করে দেওয়া হল প্রবীণ অধিকারকর্মীকে
- পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি
- সাইবার নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব
- সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান : তারেক রহমান
- গণতন্ত্রের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : নবীউল্লাহ নবী
- ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
রাজশাহীতে বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীতে বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত তিন মাসে ২ শতাধিক রোগী রাজশাহীর বিভিন্ন জেলা ও থানা থেকে এসে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মাঝে মারা গেছেন ৩০ জন রোগী।
চিকিৎসকদের মতে, অন্য সময়ের চেয়ে গত আষাঢ় থেকে আশ্বিনের এই দুই মাসে অন্য সময়ের চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ও মারা গেছে। আক্রান্তদের বেশির ভাগ রাজশাহী বিভাগের নওগাঁ ও নাটোর জেলার। আর রাজশাহীর দূর্গাপুর, বাগমারা, তানোর, গোদাগাড়ীর থানার রোগী সবচেয়ে বেশি।
চিকিৎসকরা জানাচ্ছেন, বৃষ্টির পানি বাড়ায় নদনদী ও খালে বিলে সাপের উপদ্রব বেড়ে গেছে। দিনের বেলায় কম বের হলেও রাতে বেলায় সাপ বের হয়। এ সময় বাসাবাড়ি রাস্তা-ঘাট আর বিশেষ করে খালবিলে মাছ ধরার সময় সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। এর মাঝে ৯০ শতাংশ নির্বিষ আর বিষাক্ত সাপের কাটা রোগী ১০ শতাংশ। তবে বেশির ভাগ রোগী মারা যাচ্ছে সময় নষ্ট করে হাসপাতালে আসায়। এ সময় চিকিৎসকদের কিছু করার থাকছে না। আর নির্বিষ সাপে আক্রান্তদের উপজেলাতে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। তবে থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিষাক্ত সাপের এন্টিভেনম ওষুধ না থাকায় হাসপাতালে নিয়ে আসতে হবে।
এর আগে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাপে কাটা এক দম্পতির মৃত্যু হয়। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের নূর ইসলাম (৩০) ও তার স্ত্রী মৌসুমী খাতুন (২৬)। তাদের পারিবারিক সূত্রে জানা যায়, সাপের কামড়ে নূর ইসলামের বাবা সিরাজুল ইসলামেরও কয়েক মাস আগে মৃত্যু হয়। রামেক হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, শুক্রবার মৃত নূর ও মৌসুমিকে নওগাঁয় প্রথমে অবস্থায় ওঝা দিয়ে চিকিৎসা দেওয়া হয়।
রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস সূত্রে মতে, গত তিন মাসে সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে ৩০ জন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে গত তিন মাস থেকে সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি রোগী আসে নওগাঁ ও নাটোর জেলা থেকে। এর মাঝে একজন রাসেল ভাইপার সাপে কাটা রোগী ছিলেন। তবে তাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসা দেওয়ার পরে রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছে। সময়ের বিষয়ে রোগীর স্বজদের সব সময় সতর্ক থাকতে হবে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, কয়েকদিন আগেই থানার দায়িত্বরত চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হয়েছে। জেলার সব উপজেলাতে সাপে কাটা রোগীদের বিষয়ে বলা আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে দ্রুত রামেক হাসপাতালে পাঠানোর জন্য।
এই বিভাগের আরও খবর