বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত উপ-আইন সম্পাদক অমিত সাহার আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার এক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া এ হত্যা মামলায় হোসেন মোহাম্মদ তোহাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত ১০ অক্টোবর তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে অমিতের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। অপরদিকে তোহাকে কারাগারে পাঠানোর আবেদন করেন তিনি।
৯ অক্টোবর রাজধানীর সবুজবাগ থেকে অমিত এবং গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
৬ অক্টোবর দিবাগত রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন