গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলকে সংগঠন থকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কার্যালয়ে সংগঠনের জরুরি সভায় তাকে বহষ্কিার করা হয়।
যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ৩৭ জনকে আসামি করে হত্যামামলা হয় গোয়ালন্দ ঘাট থানায়। মামলার প্রধান আসামি গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বুধবার বিকাল ৫টায় তাদের রাজবাড়ীর আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্প্রতি গণমাধ্যমে নজরুলের দুর্নীতির খবর ছাপা হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। যুবলীগের নেতা হয়ে মাত্র কয়েক বছরে নজরুল মণ্ডলের বিপুল অর্থবিত্ত, আলিশান বাড়ি, দামি একাধিক গাড়ি, লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা ও বিলাসী দাপুটে জীবনযাপন নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন