Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ অক্টোবর, ২০১৯ ১৯:৫২

পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।  

বৃহস্পতিবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ শুরু করে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। 

মঙ্গলবার অব্যাহত দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। পতনের ধারা অব্যাহত থাকায় আজও বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। 

এসময় তারা বিনিয়োগকারীদের সুরক্ষায় শেয়ার 'বাইব্যাক' আইন করার কথা জানান। এছাড়াও বাজারে আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানেরও পদত্যাগের দাবি জানান বিনিয়োগকারীরা।

এছাড়াও ইব্রাহীম খালেদের তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের শাস্তির দাবি জানান বিনিয়োগকারীরা। পাশাপাশি ‘জেড’ ক্যাটাগরি এবং ওটিসি মার্কেটের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বেশকিছু দাবি জানানো হয়।

এদিকে, বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাড়ায় ৪ হাজার ৭৭০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩১৩ কোটি টাকার শেয়ার। 

এছাড়াও আগামী রবিবারের মধ্যে বাজার পরিস্থিতির উন্নতি না হলে মঙ্গলবার আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিনিয়োগকারীরা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য