১৭ অক্টোবর, ২০১৯ ২২:১২

রাজধানীর শ্যামলী-উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

অনলাইন ডেস্ক

রাজধানীর শ্যামলী-উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামলী ও উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও মো. জুলকার নায়ন পৃথকভাবে শ্যামলী ও উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। 

অভিযানকালে শ্যামলী রিং রোডের উভয় পাশের প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা, মোটরসাইকেল পার্ক করা, এসি স্থাপন, জেনারেটর রাখার কারণে ১১টি মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম হাসু উপস্থিত ছিলেন।

এদিকে, উত্তরা-৩ নম্বর সেক্টর ও জসিম উদ্দিন অ্যাভিনিউ থেকে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর