সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির সাথে একমত পোষণ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, দুদকের যারা আছেন, এদের মধ্যে পুরনো অনেক লোক আছেন। সরকার চেয়েছিল সম্পূর্ণ নতুন লোক দিয়ে এই দুর্নীতি দমন কমিশন গঠিত হবে। তখন নানা রকম মামলা-মোকদ্দমার কারণে সেটি সম্ভব হয়নি।
এর আগে শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, দুদক চেয়ারম্যান যদি বলে থাকেন বা বলতে চান বা মনে করেন যে, তিনি কোনো প্রভাবের কারণে ব্যবস্থা নেননি। তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন। সে কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত।
তার বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল, শুধু দুর্নীতি দমন কমিশন কেন, আমি মনে করি এ ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন- পুলিশ, র্যাব, এনবিআর; সবার আলাদা আলাদা তদন্ত করা দরকার। দায়ী কে এবং তা কতখানি? আমিও আমাদের সংসদ সদস্যের (ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি) সঙ্গে একমত হয়ে বলব- অনতিবিলম্বে সবাইকে পদক্ষেপ নেয়া উচিত।
বিডি প্রতিদিন/ফারজানা