পেয়াজের পর রাজধানীর বাজারে আলুর দামও বেড়ে গেছে। গোল আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১৮-২০ টাকা। তবে আশার কথা হল, শিগগিই বাজারে নতুন আলু আসবে। তখন দাম কমবে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভারতের রফতানি বন্ধ করার খবরে হঠাৎ বেড়ে যাওয়া পেয়াজ এখনো কেজি প্রতি ১০০ করেই বিক্রি হচ্ছে। পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজিগুলোও। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, ফুলকপি মানভেদে বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা, পাকা টমেটো আগের সপ্তাহের মতো প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা।
চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। প্রতিকেজি গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ৫৫০-৫৭০ টাকা, খাসি ৭০০-৮০০ টাকা, বয়লার ১৩৫-১৪০ টাকা, লাল লেয়ার ১৮০-২০০ টাকা, পাকিস্তানি কক ২৫০-২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা