বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে রাজশাহীতে বহুমাত্রিক উৎসব'
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগর ভবনের সিটি হলরুমে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মসূচির সঙ্গে মিল রেখে রাজশাহীতে বহুমাত্রিক উৎসবের আয়োজন করা হবে। জাতীয় কর্মূসচি ছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নগরীতে আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, ঘুড়ি উড়ানো উৎসব, নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব, স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, নগরীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে নানাচিত্র আঁকা, শিশুদের নিয়ে বিভিন্ন উৎসবসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। যে মানুষটির জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ব্যাপকভাবে জন্মশতবার্ষিকী উদ্যাপন করতে চাই।
সভায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা প্রদান, নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন, নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে নওহাটা মোড়ে ও কাঠালবাড়িয়া মোড়ে বঙ্গবন্ধু স্মৃতি গেট নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে একটি করে রক্তদান কর্মসূচি এবং মাসিক ফ্রি মেডিকেল টিম গঠন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কিত বই স্কুলে স্কুলে বিতরণ, বই পড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও প্রদর্শনী, রাসিকের কোন বিশেষ সড়কে ১০০টি বঙ্গবন্ধুর প্রিয় ফলের গাছ লাগানো, প্রতিটি ওয়ার্ডে কর মেলার আয়োজন, কর মেলায় সারচার্জ মওকুফ অন্যান্য রিবেট ও অন্যান্য কর হ্রাস সুবিধা প্রদান, গ্রিণ প্লাজায় মাসব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন, মহানগর যে কোন একটি সড়কের নামকরণ বঙ্গবন্ধু স্মরণী নামে নামকরণ, মহানগরীর সকল শিশুদের অংশ গ্রহণে শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার অভ্যন্তরে রচনা চিত্রাংকন প্রতিযোগিতা এবং এতিমখানা বৃদ্ধাশ্রমে উন্নত মানের খাওয়ার পরিবেশন, দেশ ও জাতির সমৃদ্ধ কল্যাণে মহানগরীর প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, সৌন্দর্য বর্ধন, সাজসজ্জা, আলোকসজ্জাসহ প্রধান প্রধান সড়ক ও আইল্যান্ডে আলোকসজ্জাকরণ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা, কবিতা, ছড়া গান, ছবি দেওয়াল, পরিত্রকার মাধ্যমে বছর ব্যাপী প্রচারকরণ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে আনন্দ র্যালি ও কেক কাটার ব্যবস্থা করা, শহরের প্রধান প্রধান মোড়ে ডিজিটাল ডিসপ্লে ও স্ক্রিন স্থাপন, আনন্দভোজ আয়োজন, রাজশাহী শহরে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত (যেমন ভুবন মোহন পার্ক) স্থানে বঙ্গবন্ধু স্মৃতি নির্মাণ করাসহ ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মপরিকল্পনা ব্যাপারে প্রাথমিক আলোচনা করা হয়।
সভায় রাসিকের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, রজব আলী ও তাহেরা খাতুন মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলামসহ কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর