রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম আবিদ হোসেন রূপক (২৩)।
বুধবার রাতে হাজারীবাগের গজমহল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রূপকের বড় ভাই মুন্না গণমাধ্যমকে জানান, পরিবারের সঙ্গে হাজারীবাগ গজমহল এলাকায় থাকত রূপক। রাতে ছোট ভাই মাশফিকে সঙ্গে নিয়ে রূপক ওষুধ কিনতে যায়। এ সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম