রাজধানীর ভাটারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই ছিনতাইকারী। গুলিবিদ্ধ দুই ছিতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা ছিতাইকারী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ভাটারার একশ' ফিট রাস্তার একটি ব্রিজের কাছে ছিনতাই হচ্ছিলো। এসময় ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিন জন রাস্তার উপর লুটিয়ে পড়ে। তাদের মধ্যে দু'জনের দুই পায়ের হাটুর নিচে অপরজনের ডান পায়ে গুলি লাগে। পরে রাত পৌনে তিনটায় তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর পৌনে ৫টায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন