পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাকের পার্টি নানা কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করে মিলাদ মাহফিল অন্যতম।
১৯৮৯ সালের ঈদে মিলাদুন্নবী (সাঃ) রাতে জাকের পার্টি প্রতিষ্ঠা হয়। কর্মসূচী অনুযায়ী শনিবার বাদ ফজর দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতা, কর্মী, সমর্থকদের বাড়িতে বাড়িতে কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল ও জাকের পার্টির পতাকা উত্তোলন করা হয়।
রবিবার বাদ আছর অনুষ্ঠানমালা সম্পন্ন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন