স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপির গণতন্ত্র আমরা দেখেছি। তাদের গণতন্ত্র একুশে আগস্ট গ্রেনেড হামলা, মানুষ খুন, হত্যা, রাহাজানি আর নির্যাতন। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ উন্নত হয়েছে। দেশে শান্তি ফিরে এসেছে। বাংলাদেশ আজ সম্ভাবনাময়ী দেশ। সম্ভাবনার দুয়ার খুলেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে বলেছিল দেশে খাদ্য ঘাটতি থাকা ভাল। খাদ্য ঘাটতি থাকলে বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে। সেদিন শেখ হাসিনা প্রতিবাদ করেছিল। তাই আজ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে খাদ্য ঘাটতি পূরণ করেছে। দেশে মাথাপিছু আয় বেড়েছে। খাদ্য উদ্বৃত্ত রয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুর্নীতি আজ আদালত কর্তৃক প্রমাণিত।
শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ চত্বরে 'যার জমি আছে ঘর নেই নিজ জমিতে গৃহ নির্মাণ' প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তরের উদ্বোধন, এলজিএসপি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণসহ সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
লাকসাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহব্বত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ, নিজামউদ্দিন শামীম, ওমর ফারুক, হারুন অর রশিদ, রুহুল আমিন ও আবদুর রশিদ সওদাগর।
বিডি-প্রতিদিন/মাহবুব