সম্মেলনকে ঘিরে সরগরম আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়। ঈদে মিলাদুন্নবীর ছুটির দিনেও ভিড় লক্ষ্য করা গেছে কার্যালয়টিতে।
কাক্সিক্ষত পদে আসতে শুরু হয়েছে কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের জোর তৎপরতা। সবার দৃষ্টি এখন ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১তম ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে।
ইতিমধ্যে কৃষক লীগ ও শ্রমিক লীগের সম্মেলন শেষ হয়েছে। নেতৃত্বে দেখা গেছে চমক। আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ, ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ নভেম্বর ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন