অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক আতিকুল রহমানকে আটক করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা করে আসছিলেন তিনি। এ কাজের মাধ্যমেই অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন তিনি।
জানা গেছে, সোমবার দুপুরে আতিকুলের বাসাবোর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার অফিসে অভিযান চালানো হয়। এ সময় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট ও জমির কাগজপত্র উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ