ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে এবার বিদেশে অর্থ পাচারের অভিযোগ মামলা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় রাজধানীর মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন/২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২) মানিলন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা করে সিআইডি।
মঙ্গলবার সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এর আগে ২৬ সেপ্টেম্বর লোকমান ভূইয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদক আইনে মামলা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব