বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামের মোতালেব খা’র বাড়ির চার সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালকারসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সকালে ওই ৪ সদস্যকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মোতালেবের স্ত্রী কোহিনুর বেগম, তার মেয়ে জেসমিন বেগম, পুত্রবধূ ফারজানা এবং ভাইয়ের ছেলে অহিদুল ইসলাম।
চিকিৎসাধীন কোহিনুর বেগম জ্ঞান ফিরে পাবার পর জানান, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার আগেই তারা ৪ জন বাড়ির বিভিন্ন কক্ষে অচেতন হয়ে পড়েন। অচেতন হওয়ার পর কে কারা কারা ঘরে ঢুকে আলমিরা ভেঙে নগদ সাড়ে ৬ লাখ টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
মোতালেব খা’র ছেলে হানিফ খা বলেন, তাদের বাড়ি সংলগ্ন জমি ক্রয়ের জন্য ৭টি গরু, পুকুরের মাছ এবং গাছ বিক্রি করে নগদ সাড়ে ৬ লাখ টাকা জমা করেন। ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার ওই জমির দলিল রেজিস্ট্রি হওয়ার করার কথা ছিল। সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার এসআই মো. গোফরান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক