৮ ডিসেম্বর, ২০১৯ ২০:০১

কুমিল্লা হানাদার মুক্ত দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা হানাদার মুক্ত দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ৮ ডিসেম্বর কুমিল্লা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা টাউনহল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, হানাদার মুক্ত দিবসের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যানের বঙ্গবন্ধু মুর‌্যালে গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। 

সন্ধ্যায় কুমিল্লা টাউনহল প্রাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর