রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জরুরি এ বৈঠক ডাকা হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সোমবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসবে।'
প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে দিনটিকে 'গণতন্ত্র হত্যা দিবস' আখ্যা দিয়েছে বিএনপি। দিনটি উপলক্ষে নয়াপল্টনে সমাবেশের ডাক দেয় দলটি। তবে তাদের সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম