ঢাকায় বাম জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাসদ। সোমবার বিকেলে নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বাসদ নেতাকর্মীরা।
নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকায় বাম জোটের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম