২৮ জানুয়ারি, ২০২০ ১৮:৩৮
১০১ গ্রাহকের টাকা আত্মসাৎ

ব্যাংক কর্মকর্তার জামিন আবেদন ফের নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ব্যাংক কর্মকর্তার জামিন আবেদন ফের নামঞ্জুর

ব্যাংকের ১০১ জন গ্রাহকের সাক্ষর জাল করে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুর রহমানের জামিন আবেদন আবারো নামঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জিয়া হায়দার জামিন নামঞ্জুর করেন। সোনালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের বাগেরহাট শাখায় কর্মরত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পরিবারের একাধিক সদস্যের অসুস্থতার কথা বলে জামিনে মুক্তির আবেদন করেছিলেন মাহফুজুর রহমান। কিন্তু শুনানি শেষে জামিন নামঞ্জুর হয়। 

এর আগে গত ১২ জানুয়ারি ১ম দফায় তিনি জামিনের আবেদন করেছিলেন। একই মামলায় সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবুর রহমান, জুনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন খলিফা ও লায়লা বেগমসহ ১৫ জন আসামি রয়েছেন। 

জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫ সালে ১০১ জন গ্রাহকের অজান্তে তাদের নামে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা ঋণ মঞ্জুর করে তা’ আত্মসাৎ করেন। ঘটনা জানাজানি হলে ব্যাংকের অনুকূলে আসামিরা ৩৬ লাখ ৮১ হাজার টাকা ফেরৎ দেয়। তবে অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাগেরহাট থানায় মামলা করেন। মামলা নং-০১ (তাং ০১/১০/১৫ইং)। পরে বিষয়টি তদন্ত করে দুদক এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর