শিরোনাম
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- ১৪ মে জবির কালো দিবস ঘোষণা, জুমার নামাজের পর থেকে গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
থানায় অভিযোগ থেকে ফিরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীর বাগমারা থানায় স্বামী ও সতীনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরের দিন পানের বরজ থেকে রফেলা (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি রফেলাকে হত্যার পরে স্বামী রতন ও তার স্ত্রী নিজের পানের বরজে ঝুঁলিয়ে দিয়েছে। তবে পুলিশের দাবি, রফেলা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
এদিকে, নিহতের ভাই মনসুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় দুলাভাই রতন ও তার আগের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা রেকর্ড করা হয়েছে ৩০৬ ধারায়।
এর আগে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হাশনিপুর এলাকার রতনের পানের বরজ থেকে গৃহবধূ রফেলার লাশ উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বাগমারা থানার এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রফেলা থানায় অভিযোগ দিতে আসেন স্বামী ও তার সতীনের বিরুদ্ধে। অভিযুক্তরা রফেলাকে তালাক দিয়ে চলে যেতে চাপ দেয়। এনিয়ে তাদের সংসারে অশান্তি চলছে। এসময় এসআই কামরুজ্জামান রফেলাকে বলেন, ‘আপনি বাড়িতে যান, এনিয়ে আমি রতেনের সঙ্গে কথা বলে মিমাংসার ব্যবস্থা করবো। পরে সন্ধ্যার দিকে রফেলা বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে এসআইকে রাত ৮টার দিকে আমাকে কল করে রতনের মোবাইল নম্বর দেন রফেলা।’
মামলার বাদী মনসুর রহমান বলেন, তার বোনকে প্রায় মারধর করতো রতন। এনিয়ে শুক্রবার রাতে বাসায় এসে স্বজনদের বলে আমি ভাত খাবো না রতনের। আর রতনের বাড়িতে যাবোও না। একই দিনে রাত ১০টার দিকে বাড়ির বাইরে বের হয় রফেলা। এরপর অনেক খোঁজাখুজি করেও রফেলাকে পাওয়া যায়নি। পরের দিন শুক্রবার সকাল ১০টার দিকে এলাকাবাসী রতনের পানের বরজে রফেলার লাশ দেখে। পরে বাগমারা থানায় জানানো হয়। দুপুর ১২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। লাশের ময়নাতদন্ত শেষে গত রবিবার দাফন করা হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এই মামলায় দুই আসামির মধ্যে একজনকেও গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর