শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
থানায় অভিযোগ থেকে ফিরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীর বাগমারা থানায় স্বামী ও সতীনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরের দিন পানের বরজ থেকে রফেলা (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি রফেলাকে হত্যার পরে স্বামী রতন ও তার স্ত্রী নিজের পানের বরজে ঝুঁলিয়ে দিয়েছে। তবে পুলিশের দাবি, রফেলা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
এদিকে, নিহতের ভাই মনসুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় দুলাভাই রতন ও তার আগের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা রেকর্ড করা হয়েছে ৩০৬ ধারায়।
এর আগে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হাশনিপুর এলাকার রতনের পানের বরজ থেকে গৃহবধূ রফেলার লাশ উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বাগমারা থানার এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রফেলা থানায় অভিযোগ দিতে আসেন স্বামী ও তার সতীনের বিরুদ্ধে। অভিযুক্তরা রফেলাকে তালাক দিয়ে চলে যেতে চাপ দেয়। এনিয়ে তাদের সংসারে অশান্তি চলছে। এসময় এসআই কামরুজ্জামান রফেলাকে বলেন, ‘আপনি বাড়িতে যান, এনিয়ে আমি রতেনের সঙ্গে কথা বলে মিমাংসার ব্যবস্থা করবো। পরে সন্ধ্যার দিকে রফেলা বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে এসআইকে রাত ৮টার দিকে আমাকে কল করে রতনের মোবাইল নম্বর দেন রফেলা।’
মামলার বাদী মনসুর রহমান বলেন, তার বোনকে প্রায় মারধর করতো রতন। এনিয়ে শুক্রবার রাতে বাসায় এসে স্বজনদের বলে আমি ভাত খাবো না রতনের। আর রতনের বাড়িতে যাবোও না। একই দিনে রাত ১০টার দিকে বাড়ির বাইরে বের হয় রফেলা। এরপর অনেক খোঁজাখুজি করেও রফেলাকে পাওয়া যায়নি। পরের দিন শুক্রবার সকাল ১০টার দিকে এলাকাবাসী রতনের পানের বরজে রফেলার লাশ দেখে। পরে বাগমারা থানায় জানানো হয়। দুপুর ১২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। লাশের ময়নাতদন্ত শেষে গত রবিবার দাফন করা হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এই মামলায় দুই আসামির মধ্যে একজনকেও গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর