বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন মাদারীপুরের রাজৈরের চৌরী বাড়ির হরবিলাস বালা (৩০), তার স্ত্রী বিনা বালা (২৫), ফরিদপুরের ভাঙ্গার ব্রা²নপাড়ার সঞ্জয় মন্ডল (২১) ও প্রাণ কৃষ্ণ মন্ডল (২০)।
খাইরুল আলম জানান, ১৭ ফেব্রæয়ারি সিলেটের দক্ষিণ সুরমা থানায় স্থানীয় একটি মসজিদের খাদেম বিকাশে প্রতারণার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার মামলা করেন। পরে সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে জানতে পারেন বরিশালের কাউনিয়া এলাকার এক বিকাশ এজেন্টের মাধ্যমে ওই ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তাৎক্ষণিক তিনি বরিশাল কাউনিয়া থানার ওসিকে বিষয়টি অবহিত করেন।
গতকাল সকালে কাউনিয়া থানার অভিযানে হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালাকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। ওই দিন রাত ১২টায় একই এলাকা থেকে সঞ্জয় মন্ডল ও প্রাণ কৃষ্ণ মন্ডলকে আটক করা হয়। এ ঘটনায় আটক ৪জনকে আদালতে সোপর্দ করেছে কাউনিয়া থানা পুলিশ।
বিডি প্রতিদিন/আল আমীন