২১ ফেব্রুয়ারি, ২০২০ ১১:২২

বিনম্র শ্রদ্ধায় সাভারে ভাষা শহীদদের স্মরণ

সাভার প্রতিনিধি

বিনম্র শ্রদ্ধায় সাভারে ভাষা শহীদদের স্মরণ

ঢাকার অদূরে সাভারে সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরের ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শহীদ বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান সাহাদাৎ খান, সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান ঝুমন, সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি, প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সহকারী কমিশনার (ভূমি) সাভার সার্কেল আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া সার্কেল তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার (ভূমি) আমিনবাজার সার্কেল হ্যাপী দাস, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুজ সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর