২৫ ফেব্রুয়ারি, ২০২০ ২১:২১

ভ্যাট প্রদানে সুবিধাজনক ব্যবস্থা ও ভীতি দূরীকরণে সেমিনার শুক্রবার

অনলাইন ডেস্ক

ভ্যাট প্রদানে সুবিধাজনক ব্যবস্থা ও ভীতি দূরীকরণে সেমিনার শুক্রবার

বাণিজ্যিক আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীগণের কোন ব্যবস্থায় ভ্যাট প্রদান সুবিধাজনক এবং ভ্যাট আইন বাস্তবায়নকারী কর্মকর্তার বিভ্রান্তিমূলক তথ্যের দ্বারা ভ্যাট প্রদানে যে ভীতি তৈরি হয়েছে সেটা দূরীকরণের লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

আগামী শুক্রবার টিআরসি-রাজস্ব ভাবনা ‘‘মূসক আইন-২০১২ এ বাণিজ্যিক আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীর ব্যবসা পর্যায় এর ভ্যাট ব্যবস্থাপনা ও আদর্শ মূসক আইন বাস্তবায়ন’’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করবেন দ্য রিয়্যাল কন্সালটেশন এর লিড কন্সালটেন্ট মো. আলীমুজ্জামান। সভায় প্রধান অতিথি মো. আব্দুল কাফি, সিইও, দি ভ্যাট সলিউসনস, সাবেক কমিশনার, এলটিইউ-ভ্যাট। প্রধান আলোচক মাসুদ খান এফসিএ, এফসিএমএ চেয়ারম্যান, জিএসকে। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিগণ ও মূসক আইন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করবেন। 

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর