মহান মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর নামে রাজধানী ঢাকায় দুটি সড়কের নামকরণের দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের দাবিতে আন্দোলনকে দেশবিরোধী চক্রান্ত অ্যাখ্যা দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ভারতের কলকাতা ও দিল্লিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক রয়েছে। তেমনিভাবে মহান মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীয় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের নামে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণের দাবি জানাই। এর মাধ্যমে ভারতের ১৩০ কোটি মানুষের দেশে বাংলাদেশের সম্মান বহুগুণে বেড়ে যাবে।
সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির আরও বলেন, আগামী ১৭ মার্চ মুজিববর্ষ পালন করবে বাংলাদেশ। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের সেই বৃহত্তম বন্ধু রাষ্ট্রের সরকার প্রধান আসবেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় যাদের অসামান্য অবদানের কথা ভুলবার নয়। সে দেশের প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠানকে আরও সাফল্যমন্ডিত করবে।
তিনি বলেন, এ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ের সঙ্গে দেশটির সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। যারা একে পুঁজি করে নরেন্দ্র মোদির সফর বন্ধ করতে আন্দোলন করছেন, তারা বাংলাদেশ ও ভারতের মৈত্রিকে অসম্মান করতে চান, মুজিববর্ষের অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে চান। এই কুচক্রি মহলকে প্রতিহত করতে সরকারসহ সুশিল সমাজের প্রতি আহবান জানাচ্ছি।
সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ভারতে যেটা ঘটছে এটা আদালতের রায়ে করা হচ্ছে। এ ছাড়া ভারতের কাছে আর কোনো উপায় নেই। সেখানে অনেক প্রদেশের মানুষ এটার বিরোধিতা করছেন। এসব বিষয় ভারতের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সফর বাতিলের দাবিতে আন্দোলন মানে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি মুনতাসির মামুন, শিল্পী হাশেম খান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন