২৭ মার্চ, ২০২০ ১৯:৩৮
হোম কোয়ারেন্টাইনে আরও ৩০ ইন্টার্ন চিকিৎসক

সেই ১৬ নার্স-স্বাস্থ্যকর্মী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সেই ১৬ নার্স-স্বাস্থ্যকর্মী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া পুরুষ (৪৫) রোগীকে চিকিৎসা দেওয়া সেই ১৬ জন নার্স ও স্বাস্থ্যকর্মীকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ওই রোগীর সংস্পর্শে থাকা অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

শুক্রবার খুমেক হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। একই সাথে ওই রোগীকে চিকিৎসা দেওয়া দুই ইন্টার্ন চিকিৎসক আবাসিক হলে থাকায় সেখানে অবস্থানরত আরও ৩০ ইন্টার্ন চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যায়। চিকিৎসকরা জানান, ওই রোগী থাইরয়েড অপারেশনের জন্য ঢাকার মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত একজন মারা যান। পরে তথ্য গোপন করে বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে এই রোগীকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।  

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর