২৯ মার্চ, ২০২০ ১৩:১৬

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর ফেসবুক একাউন্ট নাই

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর ফেসবুক একাউন্ট নাই

ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কোন ফেসবুক একাউন্ট, পেজ বা গ্রুপ ব্যবহার বা পরিচালনা করেন না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি (Fazilatun Nessa Indira MP) বা অন্য কোন নামে ফেসবুক একাউন্ট পরিচালিত হয় না।

সম্প্রতি Fazilatun Nessa Indira (ফজিলাতুন্নেছা ইন্দিরা এম পি) নামক ভুয়া ফেসবুক একাউন্ট থেকে গরীব-অসহায় মানুষকে সাহায্য করার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণরূপে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি।

যদি কোন ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীর নামে কোন ফেসবুক একাউন্ট, আইডি, পেজ বা কোন গ্রুপ পরিচালনা করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সাহায্য চেয়ে কোন পোস্ট বা আবেদন করে থাকে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশে প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী সকলকে এবিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর