রাজধানীর দারুস সালামের বাজারপাড়া এলাকায় স্বামীর হাতে নাদিরা বেগম (৩৭) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী গাউস হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ গণমাধ্যমকে জানান, গাউসের দ্বিতীয় স্ত্রী নাদিরা। তারা বাজারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গাউস দারুস সালাম এলাকাতেই ফলের ব্যবসা করতেন। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ভারী বস্তু দিয়ে নাদিয়ার মাথায় আঘাত করেন গাউস। পরে নাদিরা অচেতন হয়ে পড়লে গাউস নিজেই তাকে ঢামেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিরা।
তিনি জানান, রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে গাউসকে আটক করা হয়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম